Tuesday, November 11, 2014

Freelancing busnies

Freelancing নিয়ে বেশ ভালই বেবসা শুরু হয়েছে এখন। কিছুদিন আগে একটা বড় Group এ freelancing এর জন্য লোক নেয়া হবে বলে পোস্ট দেয়া হয়েছিল। ঘরে বসে income করার জন্য। CV সহ apply করার কথা বলা হয়েছিল। সেখানে বলা ছিল যাদের select করবে তাদেরকে জামানত হিসেবে ১০০০ টাকা দিতে হবে। সেটা দেখে আমার এক বন্ধু একটা CV দেয়। গতকাল তাকে phone দিয়ে বলা হয় যদি সে job করতে চায় তাহলে তাকে জামানত তো দিতে হবেই আবার সে monthly যে টাকা earn করবে তার ৫০% তার income কেটে রাখা হবে (টাকা monthly দেয়া হবে)। তিনমাস এভাবে চলবে কিন্তু পরে এই টাকা আর দিবে না। মানে হল তারা যাদের কাছ থেকে কাজ নিয়ে কাজ দিবে তাদের কাছ থেকে টাকাতো পাবেই আবার freelancer এর কাছ থেকেও টাকা কাটবে। এই হল অবস্থা। লাভের উপর লাভ। অথচ এত শর্ত তারা আগে বলেনি job post দেয়ার সময়। জানি অনেকেই বলবেন যার ইচ্ছা হবে সে করবে আর যার ইচ্ছা হবেনা সে করবেনা। কিন্তু এসব কি এক ধরনের ফাজলামি না যারা নতুন তাদের সাথে?? এখন তিন মাসের কথা বলছে পরে যে আবার তিন মাসের কথা বলবে না এটার কি নিশ্চয়তা আছে বা তিন মাস পরে তাকে যে বাদ দিয়ে অন্য কোন লোক নিবে না এমন কোন নিশ্চয়তা নেই।

Freelancing টা এখন এক শ্রেণির মানুষ বেবসা হিসেবে ধরে নিয়েছে আর তার target হচ্ছে সাধারন নতুন freelancerরা। একদিকে দেশের সরকার ফাজলামি করছে আর একদিকে কিছু সুযোগসন্ধানী মানুষ এটার অসৎ ফায়দা লুটছে। হায়রে মানুষ! হায়রে বাংলাদেশ! সবকিছুই সম্ভব এদেশে!!