Tuesday, November 11, 2014

Freelancing busnies

Freelancing নিয়ে বেশ ভালই বেবসা শুরু হয়েছে এখন। কিছুদিন আগে একটা বড় Group এ freelancing এর জন্য লোক নেয়া হবে বলে পোস্ট দেয়া হয়েছিল। ঘরে বসে income করার জন্য। CV সহ apply করার কথা বলা হয়েছিল। সেখানে বলা ছিল যাদের select করবে তাদেরকে জামানত হিসেবে ১০০০ টাকা দিতে হবে। সেটা দেখে আমার এক বন্ধু একটা CV দেয়। গতকাল তাকে phone দিয়ে বলা হয় যদি সে job করতে চায় তাহলে তাকে জামানত তো দিতে হবেই আবার সে monthly যে টাকা earn করবে তার ৫০% তার income কেটে রাখা হবে (টাকা monthly দেয়া হবে)। তিনমাস এভাবে চলবে কিন্তু পরে এই টাকা আর দিবে না। মানে হল তারা যাদের কাছ থেকে কাজ নিয়ে কাজ দিবে তাদের কাছ থেকে টাকাতো পাবেই আবার freelancer এর কাছ থেকেও টাকা কাটবে। এই হল অবস্থা। লাভের উপর লাভ। অথচ এত শর্ত তারা আগে বলেনি job post দেয়ার সময়। জানি অনেকেই বলবেন যার ইচ্ছা হবে সে করবে আর যার ইচ্ছা হবেনা সে করবেনা। কিন্তু এসব কি এক ধরনের ফাজলামি না যারা নতুন তাদের সাথে?? এখন তিন মাসের কথা বলছে পরে যে আবার তিন মাসের কথা বলবে না এটার কি নিশ্চয়তা আছে বা তিন মাস পরে তাকে যে বাদ দিয়ে অন্য কোন লোক নিবে না এমন কোন নিশ্চয়তা নেই।

Freelancing টা এখন এক শ্রেণির মানুষ বেবসা হিসেবে ধরে নিয়েছে আর তার target হচ্ছে সাধারন নতুন freelancerরা। একদিকে দেশের সরকার ফাজলামি করছে আর একদিকে কিছু সুযোগসন্ধানী মানুষ এটার অসৎ ফায়দা লুটছে। হায়রে মানুষ! হায়রে বাংলাদেশ! সবকিছুই সম্ভব এদেশে!!

Thursday, October 23, 2014



এডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

ইন্টারনেট মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই ইন্টারনেট মার্কেটিং ছড়িয়ে যাবার সাথে সাথে সময়ের আলোচিত পেশায় পরিণত হয়েছে এটি।

 এটি শিখলে লাভ!
যেকোন ওয়েব সাইটকে টার্গেটেড ভিজিটর অথবকাস্টমার এর কাছে পৌছে দিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে পূর্ণাঙ্গ ধারণা থাকা প্রয়োজন। তাছাড়া আউটসোর্সিং করানোর জন্য হলেও বিষয়ে নুন্যতম জ্ঞান থাকা জরুরী। তাই ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এর পাশাপাশি দেশি বিদেশি কোম্পানিতে এসইও প্রফেশনালদের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। তাছাড়া এর উপর পূর্ণ ধারণা নিয়ে শুরু করতে পারেন ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান।
যারা এসইও শিখতে আগ্রহী অথবা যাদের এসইও বিষয়ে পূর্ণাঙ্গ স্বচ্ছ ধারণা নেই তাদের জন্যে এডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ক্যারিয়ার বিষয়ক তিন সব্যাপী কোর্সের আয়োজন করেছে  ‡fvjv AvBwU.Kg|

Search Engine Optimization



Search Engine Optimization (SEO) is one of the most competitive job fields in the freelancing marketplaces. A significant number of jobs have been posted per day on different sites that require contractors who have the depth of knowledge, well versed and professional in manner.
Many people are making a good living by working as an SEO. Over the years this industry has changed a lot and we noticed a large portion of the job seekers in our country are not well trained to compete with the global marketplace.
So with a view to creating a well trained SEO professional, we have initiated this training course in our premise. Here at Fortune Tech, we are solely devoted to the quality of our training. You’ll discover more about the course details below.

Course Details

Total Classes:  30 (3 Classes per week)
Course Duration: 2.5 Months;
Course Fee : 10,000 BDT